Header Ads

গরুর এলার্জি রোগের চিকিৎসা ও লক্ষণ

 গরুর এলার্জি রোগের চিকিৎসা ও লক্ষণ,

my ullapara

SUBSCRIBE MY CHANNEL


আপনার গরু-ছাগল মহিলারা যে কোনো সমস্যা হলে এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন,

CALL ANY HELP

01719771195


গরুর এলার্জি রোগ কেন হয়?


গরুর চর্ম রোগ বা এলার্জি রোগ হওয়ার কারণ হলো পরজীবী। পরজীবী গরুর শরীরে এসে রক্ত খায়। এর কারণে সেই স্থানে ক্ষত তৈরি হয়। গরুর এলার্জি রোগের চিকিৎসা না দিলে পুরো শরীরে আক্রান্ত হতে পারে।

গরুর এলার্জি রোগের লক্ষণ


গরুর এলার্জি রোগ এর লক্ষণ বলতে আমরা বুঝি, গরুর ত্বকে কোনো সমস্যা। গরুর ত্বকে এই সমস্যা বিভিন্ন ভাবে হতে পারে। গরুর ত্বকে সমস্যা দেখা দিলে ধরে নিব সেটি এলার্জির লক্ষণ।

গরুর এলার্জি রোগের চিকিৎসা


Rx -

১ - inj. Ranacin - ১০০ কেজি ওজনের জন্য ১০ মিলি মাংসে দিতে হবে।

২ - inj. A Mectin Plus Vet - ১০০ কেজি ওজনের জন্য ৬ মিলি চামড়ার নিচে দিতে হবে।

৩ - Syp.  Xinc Care Vet - ১০০ কেজি ওজনের জন্য ১০০ মিলি করে ১০ দিন খাওয়াবে।







No comments

Powered by Blogger.