Header Ads

Lumpy Skin Disease: Treatment, Medicines and Vaccines

 Lumpy Skin Disease: Treatment, Medicines and Vaccines



লাম্পি স্কিন ডিজিজ হলে করনীয়

LSD (Lampy Skin Disease) দ্রুত ছোঁয়াছে এক প্রকার ভাইরাস ঘটিত রোগ।

  • প্রতিদিন 50+50=100 গ্রাম খাবার সোডা ও নিম পাতা খাওয়াতে হবে।
  • জ্বর থাকলে ফাস্ট ভেট ও কিটোভেট ট্যাবলেট দিন।
  • ফিটকিরি ও পটাশ ও নিম পাতা সিদ্ধ পানি দিয়ে ওয়াশ করুন,মশা মাছি মুক্ত রাখুন,সুস্থ্য গরু থেকে আলাদা রাখুন।
  • এ সময় লিভার টনিক,জিংক সিরাপ ও ডিসিপি পাউডার দিলে গরু এই রোগের সাথে লড়াই করতে অধিক সাপোর্ট পেয়ে থাকে

লাম্পি স্কিন ডিজিজ চিকিৎসা

ভাইরাসজনিত রোগ তাই এর বিশেষ কোন চিকিৎসা নেই। তবে ভালোভাবে পরিচর্যা সহ কিছু ব্যবস্থা নিলে ভালো ফলাফল পাওয়া যায়।

  • আক্রান্ত পশুর ২য় পর্যায়ের ব্যকটেরিয়ার সংক্রমণ রোধে এন্টিবায়োটিক যেমন ট্রাইজেক্ট ভেট 
  • Lumpy Skin Disease: Treatment, Medicines and Vaccines


  • ইনজেকশন/ ট্রাইজন ভেট ইনজেকশন ইত্যাদি ঔষধ ব্যবহার করা যেতে পাড়ে।
  • জ্বর নিরাময় ও ব্যথা উপশমের জন্য ব্যথানাশক যেমন টাফনিল ভেট বোলাস / ইনজেকশন ঔষধ ব্যবহার করা যেতে পারে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বায়োলাক্ট বোলাস/ টিএমটি ভেট বোলাস নিয়মিত খাওয়ানো উচিৎ।
  • ডাইইউরেটিক্স হিসাবে লুমিক্স (Lumix Sol.) ঔষধ মুখে সেবন করালে ভালো উপকার পাওয়া যায়।
  • অটোজেনাস ভ্যাকসিন এবং পাশাপাশি অটোহিমোথেরাপি দিলে ভালো ফল পাওয়া যায়।

লাম্পি স্কিন ডিজিজ ঔষধ

লাম্পি স্কিন রোগের চিকিৎশায় যেহেতু সরাসরি কোন ঔষধ নেই তাই রোগের উপসর্গ দেখে ঔষধ প্রয়োগ করতে হবে।

  • প্রথমত শরীরের তাপমাত্রা বেশী থাকলে- ফাস্ট ভেট/ এইচ-ভেট-বোলাস / টাফনিল ভেট বোলাস / ইনজেকশন ঔষধ প্রয়োগ করুন।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোবায়টিক এবং প্রিবায়টিক প্রিমিক্স খাওয়ান।
  • শরীরের ক্ষতস্থান পভিসেপ দিয়ে পরিষ্কার করুন। (মশা মাছি থেকে দুরে রাখুন। এতেই সেরে যাবে। তবে সংক্রমণ বেশি হলে, ব্যবস্থাপনা খারাপ হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে ইত্যাদি কারণে রোগ জটিল আকার থারণ করে। অনেক সময় গরু মারা যায়।)
  • ২য় পর্যায়ের জীবাণুর সংক্রমণ রোধে এন্টিবায়টিক ইনজেকশন বা ট্যাবলেট ঔষধ খাওয়াতে হবে।

লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন

গরুকে নিয়মিত এল এস ডি ভ্যাকসিন দিতে হবে। আমাদের দেশে ইতিপূর্বে রোগটির প্রাদুর্ভাব কম দেখা গেছে তাই এই রোগের ভ্যাকসিন সহজলভ্য নয়।

রোগ প্রতিরোধের উপায়

  • গরুকে নিয়মিত এল এস ডি ভ্যাকসিন দিতে হবে।
  • খামারের ভিতর এবং আসে পাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন মশা মাছির উপদ্রব নিয়ন্ত্রণ খুব কম হয়।
  • আক্রান্ত খামারে যাতায়ত বন্ধ করতে হবে এবং আক্রান্ত খামার বা সেড থেকে আনা কোন উপকরণ অথবা খাদ্য ব্যবহার যাবে না।
  • এলএসডি তে আক্রান্ত গরুকে শেড থেকে আলাদা করে মশারি দিয়ে ঢেকে রাখতে হবে যাতে মশা মাছি কামড়াতে না পারে।
  • এলএসডি তে আক্রান্ত গভীর দুধ বাছুরকে খেতে না দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিতে হবে।

গরু বা মহিষে এল এস ডি আক্রান্তের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত রেজিস্টার্ড ভেটেরিনারী ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত ঔষধ প্রয়োগ করতে হবে।


জরুরী প্রয়োজনে
কল করুন 01719771195




No comments

Powered by Blogger.