Header Ads

গরুর গিরা ফোলা রোগের লক্ষণ

 

গরুর গিরা ফোলা রোগের লক্ষণ

  1. গরুর পায়ের গিরা ফুলে যাবে, গরু উল্লেখযোগ্য ব্যথা ব্যাথা অনুভব করে।
  2. গাভীর কর্মতৎপরতা কমে যায়।
  3. স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে কষ্ট পায়।
  4. শোয় বা ওঠার সময় প্রচন্ড কষ্ট পায়।
  5. গিরা সামান্য গরম মনে হয় এবং টিপ দিলে ফোলা অনুভব হয়।
  6. শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়।
  7. খাওয়া দাওয়া কম করে।
  8. ওজন ও দুধ কমে যায়।
গরুর গিরা ফোলা রোগ
গরুর গিরা ও হাটু ফোলা

চিকিৎসা

রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ বা গরু দেখে চিকিৎসা করাতে হবে। চিকৎসায় কোনরুপ অবহেলা করা যাবে না। গরুর গিরা ফোলা রোগের ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্য এন্টিবায়োটিক যেমন- টাইলোসিন (), পেনিসিলিন (), স্টেপটোমাসিন (), এম্পিসিলিন সোডিয়াম (), সেফট্রাক্সন গ্রুপের এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার করা হয়।


গরুর বডি কন্ডিশন বুঝে বিভিন্ন নিউট্রেশনাল সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হয়। যেমন- ক্যালসিয়াম ইনজেকশন বা সিরাপ, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল ও এমাইন এসিড সমৃদ্ধ ইনজেকশন বা সিরাপ প্রয়োগ করতে হবে। গরুকে কৃমি মুক্ত ও করে লিভার টনিক খাওয়াতে হবে।

রোগ প্রতিরোধের উপায়

স্বাস্থ্য সচেতন থাকলেই এই রোগ থেকে সহজেই মুক্ত থাকা যায়। গরুর গিরা ফোলা রোগ থেকে মুক্ত রাখতে নিম্নক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। গরুর শরীরে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি৩ এর অভাব যেন না থাকে সেজন্য নিয়মিত এই উপাদান গুলো খাদ্যে সরবরাহ নিশ্চিত করতে হবে।

গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস খেতে দিতে হবে। সুষম দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন, শুষ্ক ও সমতল হতে হবে। গরুকে কৃমি মুক্ত রাখতে হবে।

No comments

Powered by Blogger.