Header Ads

গাভীকে বীজ

 

24ঘন্টর পর গাভীকে বীজ দেওয়া যাবে

 আরো জানতে 01719771195

  • রেড চিটাগাং (বাংলাদেশী)
  • ফ্রিজিয়ান (দুধ)
  • ব্রাহমা (মাংস)
  • শাহীওয়াল (মাংস, দুধ)
  • গির (দুধ, মাংস)
  • ফ্লেকভি (দুধ, মাংস)

গরুর বীজের দাম

গরুর বীজের দাম বলতে বোঝায়, একজন প্রজনন কর্মী নাইট্রোজেন ক্যানে সংরক্ষিত হিমায়ীত বীজ দ্বারা গরুর কৃত্রিম প্রজনন ঘটিয়ে সর্বনিম্ন যে দাম বা মূল্যটি নিয়ে থাকে। গরুর বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, গরুর জাত, ব্লাড পর্সেন্টেন্স, প্রজননকারীর দক্ষতা, অবস্থান ইত্যাদির পার্থক্যের কারনে গরুর বীজের দামে কিছুটা পার্থক্য হয়ে থাকে। নিম্নে গরুর বীজের দামের একটি তালিকা প্রদান করা হলো।

গরুর বীজ

গরুর বীজের দামের তালিকা

গরুর জাতের নামব্লাড পার্সেন্টেন্সদাম / মূল্য
রেড চিটাগাং১০০ %৩০০-৪০০ টাকা
হলিস্ট্রিন ফ্রিজিয়ান৮৭ %৪০০-৫০০ টাকা
হলিস্ট্রিন ফ্রিজিয়ান১০০ %৫০০-৬০০ টাকা
শাহিওয়াল৮৭ %৪০০-৫০০ টাকা
শাহিওয়াল১০০ %৫০০-৬০০ টাকা
গির১০০ %৫০০-৬০০ টাকা
ফ্লেকভি১০০ %৬০০-৮০০ টাকা
ব্রাহমা১০০ %১৪০০-১৫০০ টাকা

No comments

Powered by Blogger.