Header Ads

আপনার গরুকে পাগলা কুকুরে কামড় দিলে কি করবেন

 ##আপনার গরুকে পাগলা কুকুরে কামড় দিলে কি করবেন?

#বাড়ির সুস্হ কুকুরকে আঘাত করলে বা ভুল করে তার শরীরে পাড়া দিলে সে রাগবশত কামড়ে দিলে তখন ইনজেকশনের দরকার হয় না,
কারন সুস্থ কুকুরের শরীরে বা মুখে রেভিসের জীবানু থাকেনা,

#কুকুর অপরিচিত অথবা পাগলা হলে ভ্যাকসিন দিবেন।কারন পাগলা কুকুরের মুখের লালায় রেভিসের জীবানু থাকে,

পাগলা কুকুর চেনার উপায়ঃ

১.মুখ দিয়ে অনবরত লালা ঝরে,

২.পাগলা কুকুর দুই ধরনের হয়,
ক.অস্থির যেমন ঘেউ ঘেউ শব্দ করে এবং এলোপাথাড়ি দৌড়াতে থাকে,
খ.সুস্থির যেমন চুপ করে এক জায়গায় বসে থাকে,

৩.গরু,ছাগল,হাঁস-মুরগি,মানুষ যাকে পায় তাকে কামড়ায়,
৪.পানি দেখলে ভয় পায়,
৫.কিছু খেতে পারে না,
৬.২-৩ দিন পর দূর্বল হয়ে মারা যায়

চিকিৎসাঃ

আক্রান্ত স্থানে প্রচুর পরিমানে কলের পানি ডালুন এবং বাংলা সাবান দিয়ে ধুয়ে দিন,
এরপর

Inj Rabecin/Rabies Kild Vac,, 10cc

১ম ডোজ
১ম দিন ১ সিসি করে ৪ জায়গায় মোট ৪ সিসি মাংসে

২য় ডোজ
৭ দিন পর ৩ সিসি, ১ সিসি করে ৩ জায়গায় মাংসে,

৩য় ডোজ
২১ দিন পর ৩ সিসি ১ সিসি করে ৩ জায়গায় মাংসে,

কারো কারেকশন থাকলে দিতে পারেন এড করে নেব






call for all informtion 
01719771195


No comments

Powered by Blogger.